১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতের মধ্যপ্রদেশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত একজন

    ভারতের মধ্যপ্রদেশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটমারা গেছেন।  এছাড়া আহত হন আরও এক পাইলট। বৃহস্পতিবার রাতে রাজ্যে একটি মন্দিরের গম্বুজে ধাক্কা খেয়ে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে জি নিউজ।

    নিহত বিমান পাইলটটির নাম ক্যাপ্টেন বিশাল যাদব । সংবাদমাধ্যমটি জানায়, বিমানটি একটি বেসরকারি কোম্পানির ছিল। এটি মধ্যপ্রদেশের রেওয়ায় ডুমরি গ্রামের একটি মন্দিরের গম্বুজের সাথে সংঘর্ষের পরে বিধ্বস্ত হয়।

    রেওয়ার এসপি নবনীত ভাসিনের বলেছেন, ‘প্রশিক্ষণের সময় বিমানটির একটি মন্দিরের সাথে সংঘর্ষ হয়, একজন পাইলট মারা যান । আহত অঅরেকজনকে সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।’

    শুক্রবার পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় বিধ্বস্ত হওয়ার পর প্রশিক্ষণ ওই বিমানের পাইলট নিহত হন।

    মূলত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফ্যালকন এভিয়েশন একাডেমির একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে এবং বিমানে থাকা এক প্রশিক্ষণার্থী পাইলট এ সময় আহত হন বলে এক কর্মকর্তা জানান।

    প্রাথমিকভাবে ঘন কুয়াশাকে দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করছে কর্তৃপক্ষ।

    মাহফুজা ৬-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর