১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ‘বম্ব সাইক্লোন’

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘বম্ব সাইক্লোন’ আঘাত হেনেছে। সাইক্লোনের তীব্র বাতাসের সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টি। ওই অঞ্চলে নতুন করে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। সম্প্রতি আঘাত হানা ছোট-বড় কয়েকটি ঝড়ে আগে থেকেই ক্যালিফোর্নিয়া বিধ্বস্ত ছিল।

    সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার শক্তিশালী এ ঘূর্ণিঝড় আঘাত হানে। ঝড়ের কারণে সানফ্রান্সিসকো এবং স্যাক্রামেন্টোর আশপাশের এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

    স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, টানা বৃষ্টি ছাড়াও ওই অঞ্চলে বুধবার প্রতি ঘণ্টায় ৭০ মাইল (১১০ কিলোমিটার) বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আজ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

    বুধবার রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকালে ঝড়ের মাত্রা সর্বোচ্চ হওয়ায় বাসিন্দাদের যেকোনো ধরনের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করেছে রাজ্য কর্তৃপক্ষ। ঝড়ের আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সাইক্লোন মোকাবিলায় জনগণকে সহায়তা করার জন্য রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।  এ ছাড়া সানফ্রান্সিসকোয় একটি জরুরি অপারেশন সেন্টার খোলা হয়েছে।

    দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বম্ব সাইক্লোনের আঘাতে ব্যাপক বন্যা, রাস্তা ডুবে যাওয়া, পাহাড় ধস, গাছ ভেঙে পড়া, ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া বহু মানুষের প্রাণহানিরও শঙ্কা রয়েছে।

    মাহফুজা ৫-১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর