১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    কিয়েভ মস্কোর দখল করা অঞ্চলগুলো রাশিয়ার স্বীকৃতি দিলে সমঝোতা

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ইউক্রেনে হামলা শুরুর ৩১৬ দিন পর সমঝোতার কথা বললেন । এবার তিনি তার শর্তের গণ্ডিও সীমিত করলেন।  কিয়েভ যদি মস্কোর দখল করা অঞ্চলগুলো রাশিয়ার বলে স্বীকৃতি দেয় তাহলেই সমঝোতা হবে।

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন এ কথা বলেছেন বলে বৃহস্পতিবার জানায় ক্রেমলিন।

    ক্রেমলিন এক বিবৃতিতে জানায় ‘কিয়েভ কর্তৃপক্ষ নতুন আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় নেওয়ার বারবার উচ্চারিত দাবি মেনে শর্তে পুতিন আবারও  সংলাপের জন্য রাশিয়া প্রস্তুত বলে নিশ্চিত করেছেন।’

    গেল বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এবং  দেশটির পূর্ব ও দক্ষিণের বিস্তৃত অংশ দখল করে নেয় রাশিয়া।

    বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া পশ্চিমা রাষ্ট্রগুলোর ধ্বংসাত্মক ভূমিকার ওপর জোর দিয়েছে, যারা কিয়েভ সরকারকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে এবং তাদেরকে অপারেশনাল তথ্য ও লক্ষ্যমাত্রা সরবরাহ করছে।’

    ক্রেমলিন জানায়, এরদোয়ান ও পুতিন ‘রাশিয়া থেকে খাদ্য ও সার সরবরাহের প্রতিবন্ধকতা অপসারণ’ এবং ‘রাশিয়ার রপ্তানিতে সব বাধা অপসারণের’  প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন।

    মাহফুজা ৫-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর