৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি আজ

    বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি আজ।  মঙ্গলবার কোনো ট্রেন চালানো হবে না, করা হবে রক্ষণাবেক্ষণের কাজ।

    সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, মঙ্গলবার মেট্রোরেলের ডে-অফ। আজ মেট্রোরেলের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মেট্রোরেলে চড়তে মানুষ অভ্যস্ত হয়ে গেলে তখন আর এই ডে-অফ থাকবে না। তখন মেট্রোরেলের চলার চলাচলের সময় বাড়ানো হবে।

    আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর প্রথম সপ্তাহে মেট্রোরেল পরিচালনা করে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ।

    সোমবার রাত ১১টায় ডিএমটিসিএল এ তথ্য নিশ্চিত করে। কর্তৃপক্ষ জানায়, প্রথম সপ্তাহে (৫ দিন) মেট্রোরেলের ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও ৪ হাজার ৮০৪টি এমআরটি পাস বিক্রি হয়েছে। এসব থেকে আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

    মাহফুজা ৩-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর