মেক্সিকোর সীমান্তবর্তী শহর জুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র হামলায় মারা গেছেন ১৪ জন । জানা গেছে, ওই হামলার পর একই শহরে আলাদা কয়েকটি স্থানে হামলা হয়েছেন। এতে আরো দুজন নিহত হন। খবরটি জানায় রয়টার্স।
চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে জানায়, কারাগারের হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তাকর্মী ও চারজন বন্দি রয়েছে। তাছাড়া ১৩ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২৪ জন পালিয়ে গেছেন।হামলার একপর্যায়ে বন্দীরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছেন।তবে কারা কারাগারটিতে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
প্রসিকিউটর বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারীরা সাঁজোয়া যানে করে রোববার স্থানীয় সময় সকাল ৭টায় কারাগারে এসে গুলি চালায়।
এর কয়েক মিনিট আগে কর্তৃপক্ষ পৌর পুলিশের ওপর হামলার কথা জানায়। এ সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয় ও একটি ট্রাক জব্দ করা হয়। শহরের অন্য দুইটি স্থানেও হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন চালক নিহত হয়েছেন।
এই ঘটনাটিকেও কর্তৃপক্ষ সশস্ত্র আগ্রাসন বলে অভিহিত করেছে।
তিনটি ঘটনার সঙ্গে কোনও আন্তঃসম্পর্ক ছিল কিনা তা উল্লেখ করেননি মেক্সিকো কর্তৃপক্ষ।
মাহফুজা ২-১-২৩