১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আজ বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

    বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি আজ।  মঙ্গলবার কোনো ট্রেন চালানো হবে না, করা হবে রক্ষণাবেক্ষণের কাজ।

    সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।তিনি বলেন, মঙ্গলবার মেট্রোরেলের ডে-অফ। ওই দিন মেট্রোরেলের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মেট্রোরেলে চড়তে মানুষ অভ্যস্ত হয়ে গেলে তখন আর এই ডে-অফ থাকবে না। তখন মেট্রোরেলের চলার চলাচলের সময় বাড়ানো হবে।

    এদিকে,বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালিয়ে প্রথম চারদিনে সাড়ে ৩৬ লাখ টাকার বেশি আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    সোমবার  ডিএমটিসিএল জানায় গত চারদিনে মেট্রোরেলের ২৫ হাজার ১৭৪টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও তিন হাজার ৭৪১টিএমআরটি পাস বিক্রি হয়েছে। এসব থেকে আয় হয়েছে ৩৬ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা।

    মাহফুজা ৩-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর