ইউক্রেনএক রাতে রাশিয়ার ৪৫টি ড্রোন ভূপাতিত করেছে । রোববার দেশটির সামরিক বাহিনী এ দাবি করেছে।
কিয়েভ জানায়, ভূপাতিত হওয়া ড্রোনগুলো ইরানের তৈরি শাহেদ-১৩৬ যুদ্ধ ড্রোন এবং এগুলোকে ‘কামিকাজ’ ড্রোন বলা হয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক টুইটারে বলেন, ‘নতুন বছরের প্রথম দিকে রাশিয়া চুপিসারে ও কাপুরুষতার সাথে ইউক্রেন আক্রমণ করেছিল। কিন্তু পুতিন এখনও বুঝতে পারছেন না যে ইউক্রেনীয়রা লোহার তৈরি।’
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া নববর্ষের প্রাক্কালে ইউক্রেনকে লক্ষ্য করে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
গ্যাটোপোলোস বলেন, ‘কামিকাজে ড্রোন একটি সস্তা কিন্তু চমৎকার বিকল্প।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়া ২৪০০টি কামিকাজে ড্রোন কিনেছে। এগুলো দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, গেল ৩০ ডিসেম্বর ২৪ ঘণ্টায় রাশিয়া ৮৫টি ক্ষেপণাস্ত্র হামলা, ৩৫টি বিমান হামলা এবং ৬৩টি মাল্টিপল রকেট হামলা চালায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের জ্বালানি ও সামরিক-শিল্প অবকাঠামোতে নির্ভুল আঘাতে সক্ষম অস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এসব হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম উৎপাদন ও মেরামত কাজ ব্যাহত হয়েছে।
মাহফুজা ১-১-২০২৩