২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    শৈত্যপ্রবাহের কবলে দিনাজপুর; তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস

    শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা।দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং  বাতাসের আদ্রতা  ছিল ৮৫ শতাংশ।

    রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।

    আবহাওয়াবিদরা জানান, গত কয়েকদিন ধরেই দিনাজপুরের তাপমাত্রা নিচে নেমে যাচ্ছিল। শনিবার এ জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবারের তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    তাপমাত্রা কমার পাশাপাশি এই জেলায় দেখা দিয়েছে শীতের প্রকোপ। সন্ধ্যা থেকেই লোক চলাচল একেবারেই কম। ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়ছে চারপাশ। দরিদ্র বিশেষ করে দিনমজুররা বেশি ভোগান্তিতে পড়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। একদিকে শীতের কারণে কমেছে রোজগার। অন্য দিকে বেড়েছে শীতজনিত রোগ। জ্বর-সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

    দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, কয়েকদিন শৈত্যপ্রবাহ বিরাজ করবে এই অঞ্চলে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে।

    মাহফুজা ২৫-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর