১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানের করাচিতে ১ কেজি ময়দার দাম ১২৫ রুপি

    পাকিস্তানে ইতিহাসের সবচেয়ে বেশি  দামে বিক্রি হচ্ছে ময়দা। করাচি শহরে ময়দার দাম গেল সপ্তাহের তুলনায় রেকর্ড পরিমাণ বেড়েছে।

    গেল সপ্তাহে ২০ কেজির এক বস্তা ময়দা ২ হাজার ৪০০ রুপিতে পাওয়া গেলেও, বর্তমানে তা বিক্রি হচ্ছে আড়াই হাজার রুপিতে।

    শনিবার দেশটির সংবাদমাধ্যম ডন বলেছে, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম ময়দার দাম বেড়ে ২ হাজার ৫০০ রুপিতে পৌঁছেছে। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (পিবিএস) এক প্রতিবেদন থেকে পাওয়া যায় এ তথ্য ।

    বৃহস্পতিবার শেষ হওয়া সপ্তাহের মূল্যসূচক অনুযায়ী, করাচিতে বর্তমানে ১ কেজি ময়দার দাম ১২৫ রুপি, যা ইসলামাবাদ ও পাঞ্জাবের দামের তুলনায় প্রায় শতভাগ বেশি।

    পিবিএসের প্রতিবেদনে দেখা যায়, গেল সপ্তাহে দেশটির করাচি, হায়দরাবাদ ও কোয়েটায় ২০ কেজির এক বস্তা ময়দার দাম ১০০ রুপি বেড়ে যথাক্রমে দুই হাজার ৫০০, ২ হাজার ৪২০ ও ২ হাজার ৩২০ রুপি হয়েছে।

    এদিকে বান্নু, লারকানা, পেশোয়ার, ও সুক্কুর শহরে প্রতি বস্তা ময়দার দাম বেড়েছে যথাক্রমে ৪০, ৫০, ৭০ ও  ৪০ রুপি করে। অন্যদিকে, ইসলামাবাদ ও পাঞ্জাবে ২০ কেজি ময়দার দাম রেকর্ড করা হয়েছে এক হাজার ২৯৫ রুপি।

    পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুতই কমে যাচ্ছে। এ মাসের প্রথম দিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) প্রকাশিত তথ্য অনুযায়ী, তাদের বৈদেশিক রিজার্ভ ৬.৭ বিলিয়ন ডলার, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।

    এ অর্থ দিয়ে মাত্র চার থেকে পাঁচ সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব। ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ব্যাপক দরপতনের পর মূল্যস্ফীতি বাড়ে ২৫ শতাংশের বেশি।

    মাহফুজা ২৪-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর