কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলির গাগলাইল গ্রামে নালার পানিতে ডুবে অর্ক ও সিয়াম নামে দুই শিশু মারা গেছে।
বৃহস্পতিবার রাতে দানাপাটুলি ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলের দুই শিশুর মৃত্যু হয়।
নিহত অর্ক করিমগঞ্জের ন্যামতপুর বাজারের ব্যবসায়ী মাহফুজ মিয়ার ছেলে। অন্যদিকে সিয়াম মৃত জুয়েনার চাচাতো ভাই বাবা মাসুদ মিয়ার ছেলে।
চেয়ারম্যান মাসুদ মিয়া আরও জানান, মাশরুম, অর্ক ও সিয়াম এক সাথে খেলাধুলা করতো। বৃহস্পতিবার বিকালে নানীর অগোচরে তিন শিশু ঘুরতে বের হয়। এক পর্যায়ে গ্রামের দক্ষিণ দিকে জয়নালের নতুন বাড়ির নালার কাছে গিয়ে অর্ক ও সিয়াম নালায় পড়ে যায়। দুই শিশু নালায় পড়ে গেলে অর্কের বড় ভাই মাশরুম দৌড়ে গিয়ে নানীর কাছে পানিতে পড়ে যাওয়ার খবর দেয়। পরে খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে সিয়ামকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। অনেক খোঁজাখুজির পর পানির নিচ থেকে অর্কের দেহ উদ্ধার করে দ্রুত তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
মাহফুজা ২২-১২