৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পল্টন থানায় করা মামলায় রিজভী-শিমুলসহ ১৬১ বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর

    পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় রুহুল কবির রিজভী ও শামসুর রহমানসহ ১৬১ নেতাকর্মীর জামিন আবেদনআদালত নামঞ্জুর করেছেন ।

    রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

    এদিন বিএনপির ১৬১ নেতাকর্মীর জামিন চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

    ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন অনেকে। এ সময় বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।

    সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।

    মামলায় অজ্ঞাত আরো দেড় থেকে দু’হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। পুলিশ বাদি হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় এ মামলা করে।

    মাহফুজা ১৮-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর