২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    জর্জিয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে জয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী রাফেল ওয়ার্নক

    ডেমোক্র্যাট প্রার্থী রাফেল ওয়ার্নক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এবার জর্জিয়ায় দ্বিতীয় দফার ভোটে জয়ী হলেন । পরাজিত করেন তিনি  রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়াকারকে । মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই আসনে দ্বিতীয় দফায় নির্বাচন । প্রেসিডেন্ট জো বাইডেনের অবশিষ্ট মেয়াদের জন্য সিনেটে তার দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলেন তিনি।

    ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওয়ার্নকের জয়ে জর্জিয়া চিহ্নিত হয়েছে এটি এরই মধ্যে একটি ভোটের যুদ্ধক্ষেত্রের রাজ্য হিসাবে ।

    রাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর, ওয়ার্নক তার প্রচারাভিযানে বলেছিলেন, ‘আমি জর্জিয়ার জনগণের জন্য কিছু করার জন্য যে কারো সঙ্গে কাজ করবো।’

    মার্কিন যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়।অল্প ব্যবধানে এগিয়ে ছিলেন জর্জিয়ায় ৯৯ শতাংশেরও বেশি ভোট গণনার পর বর্তমান ডেমোক্র্যাট সিনেটর রাফেল ওয়ার্নক তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হার্শেল ওয়াকারের চেয়ে । এগিয়ে থাকলেও সরাসরি জয়ের জন্য ৫০ শতাংশ ভোট পাননি ওয়ার্নক ভোট গণনার শেষ পর্যায়েও । রানঅফ ভোটের দিকে যায় তাই জর্জিয়ার সিনেট আসনের নির্বাচন । ৬ ডিসেম্বর রানঅফ ভোট অনুষ্ঠিত হয় অঙ্গরাজ্যটিতে।

    যুক্তরাষ্ট্রে এবারের ব্যালট ছিল না মধ্যবর্তী নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের । এটি শুধু কংগ্রেসের নির্বাচন যেটির দুটি অংশের মধ্যে একটি হলো হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং অপরটি সিনেট। প্রতি দুই বছর অন্তর অন্তর হয় সংসদীয় এই ভোট । এটিকে মধ্যবর্তী মেয়াদের নির্বাচন বলা হয় প্রেসিডেন্টের ৪ বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে হয় বলে ।

     

    মাহফুজা ৭-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর