২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গ্রেপ্তার

    পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি বিএনপি নেতা সাইফুল ইসলাম  ও নিপুণ রায় চৌধুরী।

    রোববার  আসামিদের হাজিরা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। এদিন তারা আদালতে উপস্থিত না হওয়ায় আইনজীবী সময়ের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে তারা প্রেস ক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক অতর্কিত আক্রমণ করে ও মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে এলে সেখানে কর্মরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে শাহবাগের দিকে যেতে থাকে।  উচ্ছৃঙ্খল জনতাকে  ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও সরকারি কাজে বাধা দেয়।

    এ ঘটনায় রমনা থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।

    যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) সঞ্জিত কুমার রায়।

    তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকায় যুবদলের এ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠাবো। আদালত রিমান্ড মঞ্জুর করলে মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

    মাহফুজা ৪-১২

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর