৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে

    পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা  শরিফুল আলম এর সই  করা  পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি আলাদা রেললাইনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কাজ শেষে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

    তবে কতদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

    তবে রেল কর্মকর্তাদের ধারণা, অন্তত সাড়ে তিন মাস সময় এ কাজে লাগতে পারে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

    ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এক জোড়া ডেমুসহ মোট ৯ জোড়া ট্রেন চলাচল করে। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের দৈর্ঘ্য ১২ দশমিক ১ কিলোমিটার। এই রুটে প্রতিদিন ২৬টি ট্রেনে ঢাকায় অন্তত ৩০ হাজার মানুষের যাতায়াত করে থাকে।

    মাহফুজা ৩০-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর