২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার পরীক্ষায় গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
সোমবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি দেয়ার পর দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করেন৷
ঢাকা শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ। মেয়েদের ৯০ দশমিক ৪৫ শতাংশ৷ ৯০ দশমিক ০৩ শতাংশ এ বোর্ডে মোট পাসের হার ।
রাজশাহী শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ। মেয়েদের ৮৬ দশমিক ১৭ শতাংশ এবং এ বোর্ডে মোট পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ।
কুমিল্লা শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৫৬ এবং মেয়েদের ৯১ দশমিক ০৬ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।
যশোর শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৪৩ এবং মেয়েদের ৯৫ দশমিক ৯২ শতাংশ৷ মোট পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ এ বোর্ডে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৩৩ এবং মেয়েদের ৮৭ দশমিক ৬৯ শতাংশ৷
সিলেট শিক্ষা বোর্ডে বোর্ডে মোট পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭১ এবং মেয়েদের ৭৮ দশমিক ৯০ শতাংশ এ বোর্ডে।
বরিশাল শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬ এবং মেয়েদের ৯১ দশমিক ১৬ শতাংশ৷ মোট পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ এবং মেয়েদের ৮১ দশমিক ৫৫ শতাংশ৷ মোট পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ। মেয়েদের ৮৮ দশমিক ৯৫ শতাংশ এবং এ বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ।
মাদরাসা শিক্ষাবোর্ডে ছাত্রদের পাশের হার ৮২ দশমিক ১২ এবং ছাত্রী ৮২ দশমিক ৩২ শতাংশ৷ মোট পাশের হার ৮২ দশমিক ২২ শতাংশ।
কারগরি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। ছাত্র ৮৮ দশমিক ৮৪ এবং ছাত্রী ৯১ দশমিক ৮০ শতাংশ৷
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরিক্ষার্থী অংশ নেয়।
মাহফুজা ২৮-১১