২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বার্সেলোনা কর্তৃপক্ষ অভিনন্দন জানালেন আলিয়া, রণবীর ও তাদের মেয়ে রাহাকে

    বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর কিছুদিন আগে প্রথমবার বাবা-মা হয়েছেন । দিন কয়েক আগে কন্যাকে কোলে নিয়ে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোষ্ট করেন আলিয়া এবং  জানান, মেয়ের নাম রেখেছেন রাহা।

    এ ছবিতে দেখা যায়, রণবীরের কোলে রাহা। তার পাশে দাঁড়ানো আলিয়া ভাট। আর দেয়ালে শোভা পাচ্ছে ছোট্ট একটি জার্সি। বার্সেলোনার এ জার্সিতে লেখা রয়েছে রাহা।

    বিশ্বের জনপ্রিয় ফুটবল দল বার্সেলোনা কর্তৃপক্ষের এই পোস্ট চোখ এড়ায়নি । বার্সেলোনা তার  অফিশিয়াল টুইটারে লিখেছেন— ‘অভিনন্দন আলিয়া ভাট, রণবীর কাপুর! নতুন বার্সা ফ্যানের জন্ম হলো। আপনাদের সবাইকে বার্সেলোনায় একসঙ্গে দেখার অপেক্ষায় রইলাম।’

    রণবীরের মা নীতু কাপুর রণবীর-আলিয়ার কন্যার নাম আলিয়া তার পোস্টে লিখেন— ‘সংস্কৃত ভাষায় রাহা মানে ‘বংশ’ এবং  বাংলায় এর অর্থ ‘বিশ্রাম, আরাম, স্বস্তি’। আরবি ভাষায় এর অর্থ ‘শান্তি’। ছোট্ট রাহার সত্যি এই নামের উপযুক্ত এসব ক’টা গুণ রাহার মধ্যে রয়েছে।’

    আলিয়া ৬ নভেম্বর এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন । তারপর থেকেই কাপুর ও ভাট পরিবারে আনন্দের হাওয়া বইছে।

    ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা করেন তারা। বিয়ের আড়াই মাস পেরোনোর আগেই মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া।

    মাহফুজা ২৮-১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর