১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভোলায় ধাওয়া খেয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজের ঘটনায় ৪ পুলিশ বরখাস্ত

    ভোলায় পুলিশের ধাওয়া খেয়ে  নোমান নামের এক যুবক নদীতে পড়ে নিখোঁজের ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    তারা হলেন- দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) স্বরুপ কান্তি পাল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।

    এর আগে, এই ঘটনায়  রাসেল ও সজিব নামের পুলিশের দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়। এ নিয়ে পুলিশের চার সদস্য বরখাস্ত হলেন।

    শুক্রবার  বিকেলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    নিখোঁজ নোমান দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম বেপারির ছেলে এবং এক সন্তানের জনক এবং  তিনি পেশায় দিন শ্রমিক। দৌলতখান পাতার খাল মাছ ঘাটে শ্রমিকের কাজ করতেন নোমান।

    দৌলতখান ফায়ার সার্ভিসের টিম লিডার  শাহাদাত হোসেন বলেন, বৃহষ্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নোমানের কোনো সন্ধান পাওয়া যায়নি। নদীতে তীব্র স্রোত ও পানির চাপ  থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় বলে  জানান তিনি ।’

    এদিকে, নিখোঁজ নোমানের বাড়িতে চলছে শোকের মাতম।  তারা এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের উপযুক্ত বিচারের দাবি জানান।

    বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান  ভোলার পুলিশ সুপার ।

    বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীর তীরে জুয়া খেলছিলেন নোমানসহ কয়েকজন যুবক। ওই সময় দৌলতখান থানার এসআই স্বরুপ কান্তি পালের নেতৃত্বে পুলিশ কনস্টেবল রাসেল ও সজীব তাদের ধাওয়া করে। এসময় তার সঙ্গীরা  নদীতে ঝাঁপ দেন। পরে সবাই নদী থেকে উঠে এলেও নোমান নিখোঁজ হন।

    মাহফুজা ২৫-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর