ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬৮ জনে। আহত হন এক হাজারের জন। ১৫১ জন এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেন।
সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২১ মিনিটে ইন্দোনেশিয়ায় আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি।
দেশটির ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠনসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাদুই দিন ধরে ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে । নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বড় বড় দালান এবং রাস্তাঘাটের মাটি ধসে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকাগুলোতে রাতে উদ্ধার কাজ চালাতে ঝামেলায় পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা -বিএনপিবি জানায়, ২২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে। ওই অঞ্চল থেকে ৫৮ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।
এদিকে, সিয়ানজুর হাসপাতালগুলোতে নিহত ও আহতদের স্বজনদের ভিড় বেড়েই চলেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে।
চিয়ানজুর থেকে ১০০ কিমি দূরে রাজধানী জাকার্তায়ও ভূকম্পন বেশ জোরেই অনুভূত হয়। সেসময় উঁচু ভবনগুলো থেকে আতংকে মানুষজন ছুটে বাইরে বেরিয়ে আসে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার –ইউএসজিএস জানায় , ২১ নভেম্বর ভূ-কম্পনটির উৎপত্তিস্থল ছিল সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
মাহফুজা ২৩-১১