২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বিদ্যুতের পাইকারি মূল্য এবার বাড়ানো হচ্ছে

    বিদ্যুতের পাইকারি মূল্য এবার  বাড়ানো হচ্ছে।  আগামীকাল  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন –বিইআরসি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে দাম বাড়ানো  সংক্রান্ত ঘোষণা জানাবে । তবে কত শতাংশ দাম বাড়বে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

    রোববার বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিইআরসির সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড -বাবিউবো এর বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে ১৩ অক্টোবর ২০২২ তারিখের বিইআরসি আদেশ নম্বর: ২০২২/১৯ পুনর্বিবেচনা সংক্রান্ত কমিশন আদেশ সোমবার দুপুর ১২টায় কমিশন ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করবে।

    গেল ১৩ অক্টোবর অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না বলে জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন -বিইআরসি। তবে সে সিদ্ধান্ত থেকে সরে  যাচ্ছে বিইআরসি।

    গত ১৮ মে পিডিবি বিদ্যুতের পাইকারি মূল্য বাড়াতে অনুষ্ঠিত গণশুনানিতে প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে । সে সময় বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি ভর্তুকি ছাড়া ৫৮ শতাংশ দাম বাড়ানো এবং ভর্তুকি দিলে দাম না বাড়ানোর সুপারিশ করে ।

    বিইআরসি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে।

    বর্তমানে সরকার পাইকারি রেটে ইউনিট প্রতি ৩ টাকা ৩৯ পয়সা ভর্তুকি দিচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড –বিউবো পাইকারি রেটে প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সায় বিক্রি করছে ।

    মাহফুজা ২০-১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর