১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫;আহত ১৬ জন

    ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সোলায়মানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন ১৫ জন। । এ ঘটনায় আহত হন ১৬ জন। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বসে পড়েছে। খবর টি জানায় আল-জাজিরা।

    শুক্রবার সুলাইমানিয়ার সিভিল ডিফেন্স জানায়, ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলে নিহতদের খুঁজে বের করার জন্য ।

    জরুরি প্রতিক্রিয়া প্রধান সামান নাদের বলেন, একটি ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হওয়ার পর এই বিস্ফোরণ হয়। পরে  আগুন ছড়িয়ে পড়ে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলকর্মীরা। সিভিল ডিফেন্সের প্রধান দিয়ার ইব্রাহিমের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায় , ধ্বংসস্তূপের নিচ থেকে মোট ১৫ মরদেহ বের করা হয়।

    ইব্রাহিম বলেন, শুক্রবার ভোররাত পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে আর কোনো মরদেহ নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।

    আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও অন্তত পাঁচটি গাড়ি ধ্বংস হয় বলে জানায়  পুলিশ।

    মাহফুজা ১৮-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর