বলিউড তারকা আমির খান প্রথমবারের মত অভিনয় থেকে বিরতি নেয়ার ঘোষণা দিলেন। ‘লাল সিং চাড্ডা’-র পর ‘চ্যাম্পিয়ন্স’ ছবিতে তার অভিনয় করার কথা ছিল। তিনি ওই ছবিতে অভিনয় করবেন না এবং শুধু প্রযোজকের ভূমিকাতেই থাকবেন।
আমির খান এক সাক্ষাৎকারে জানান অভিনয় থেকে অবসর নিয়ে এখন তিনি তার মা এবং সন্তানদের সঙ্গেই সময় কাটাতে চান। খবরটি জানায় ‘দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস’ ।
লাল সিং চাড্ডার পর চ্যাম্পিয়ন্স নামের আমার একটা ছবিতে অভিনয় করার কথা ছিল। এর চিত্রনাট্যও চমৎকার। গল্পও খুব সুন্দর এবং মন ছুঁয়ে যাওয়া মিষ্টি ছবি। ‘যখন আমি অভিনয় করি তখন জীবনের বাকি সবকিছু ভুলে যাই। কিন্তু আমার মনে হয় এবার আমার একটা ব্রেক চাই এবং পরিবার, মা, সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই- বলে জানালেন আমির খান
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ৩৫ বছর ধরে অভিনয় করার সময় আমি এক মনে কাজেই ও সিনেমায় মনোনিবেশ করেছি। সেটা হয়তো আমার ঘনিষ্ঠজনদের উপর খুব একটা সুবিচার করিনি। কর্মজীবনে এই প্রথম কিছুটা সময় বিরতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে চাই এবং জীবনকে উপভোগ করতে চাই সম্পূর্ণ অন্য অভিজ্ঞতায়। আগামী দেড় বছর আমি অভিনয় করব না, সেই সময়টার দিকে তাকিয়ে আছি’ ৷
মাহফুজা ১৫-১১