১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বাংলাদেশের বিমানবন্দরেই এখানকার হজযাত্রীদের ইমিগ্রেশন হবে

    বাংলাদেশের বিমানবন্দরেই বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন হবে। মন্ত্রিসভা সৌদি আরবের সঙ্গে এ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে ।

    সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়। শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানfন।

    সচিব জানান,  গেল বছর হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে হয়েছে। এবার চুক্তি হয়েছে আমাদের  হজযাত্রীদের ইমিগ্রেশন এখানেই হবে এবং এটা একটা বড় অর্জন। এতে হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে হওয়ার বিষয়টি স্থায়ী হলো।

    সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আরেকটি চুক্তি হয়েছে। এটার প্রধান বিষয় হলো— সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচার রোধ করা। মাদক ব্যবসা ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা, দক্ষ জনবল প্রেরণ ও ভিসা সহজ করা, নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানো—এ চারটি বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে জননিরপত্তা বিভাগের চুক্তি হয়েছে।  সেই বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।

    মাহফুজা ১৪-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর