চিত্রনায়িকা পরীমনি বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম বাতিল চেয়ে আবেদন করেছেন । সোমবার পরীমনির আইনজীবি নীলাঞ্জনা রিফাত ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ আবেদন করেন ।
আবেদনের বলা হয়, মামলাটি ইতোমধ্যে ১৩৫ কার্যদিবস পার হয়েছে এবং উচ্চ আদালত থেকে সময় বাড়ানোর কোনও অনুমতি নেয়া হয়নি। এই মামলার সর্বোচ্চ সাজা ৫ বছরের কারাদণ্ড হওয়ায় এই আদালতে চলতে পারে না।
এই আবেদনের বিরোধিতা করে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল আলম । তিনি বলেন, যদিও আইনে বলা রয়েছে ১২০ কার্যদিবসের মধ্যে মামলা শেষ করতে হবে এবং তবে এটা বাধ্যতামূলক নয়।
আদালত উভয়পক্ষের শুনানি শেষে মামলার কার্যক্রম বাতিলের আবেদন খারিজের আদেশ দেন।
র্যাব-১ এর এসআই আবু হেনা মোস্তফা কামাল এদিন মামলাটিতে আদালতে জবানবন্দি দেন। তবে এই সাক্ষীর জেরা করার জন্য সময় আবেদন করেন আসামিপক্ষ । আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ ডিসেম্বর জেরার তারিখ ধার্য করেন।
এদিকে, পরীমনির পক্ষে আইনজীবীরা হাজিরা দেন। আদালতে আরো হাজিরা দেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম ও খালু কবীর হাওলাদার।
গেল বছর ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় র্যাব অভিযান চালায় । এ সময় বাসা থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি এবং পরদিন তিনি কারামুক্ত হন।
গেল বছর ৪ অক্টোবর পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা । ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মাহফুজা ১৪-১১