১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    মারা গেলেন কণ্ঠশিল্পী আকবর আলী গাজী

    মারা গেলেন  কণ্ঠশিল্পী আকবর আলী গাজী। তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন তিনি । রোববার দুপুরে তিনি মারা যান। (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজিউন)।

    এ তথ্য নিশ্চিত করেন আকবর এর  স্ত্রী কানিজ ফাতেমা।

    তিনি ২০০৩ সাল থেকেই ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। পাঁচ বছর  আগে কিডনির সমস্যা বেড়ে গেলে স্টেজ শো তাকে বাদ দিতে হয় । আকবরকে এরপর কয়েক দফা হাসপাতালে ভর্তি থাকতে হয় । পায়ে পচন ধরায় অস্ত্রোপচার করে ডান পা কেটে ফেলতে হয় তার।

    আকবর অক্টোবরে ঢাকার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । ১৯ অক্টোবর সেখান থেকে তাকে বাসায় নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে বারডেমে ভর্তি করা হয়।

    আকবর২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন । সেই গান শুনে মুগ্ধ হয়ে বাগেরহাটের এক ব্যক্তি ‘ইত্যাদি’তে চিঠি লিখে এই গায়কের কথা জানান। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে।

    আকবরকে ওই বছর ‘ইত্যাদিতে’ কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি আলোচনায় নিয়ে আসে ।  ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটিও জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।

    মাহফুজা ১৩-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর