আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে জানালেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আবাসিক চিকিৎসক ডা. মফিজ উদ্দিন প্রধান।
রোববার দুপুরে হাসপাতালের মর্গে প্রাথমিকভাবে ময়নাতদন্ত শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. মফিজ উদ্দিন বলেন, ‘বিপ্লবের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং মাথার পেছনের ও বুকের দুপাশেও বেশি আঘাতের চিহ্ন আছে। সাধারণ সমান্তরাল কোনো বস্তু দিয়ে আঘাত করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
শনিবার বিকেলে পুলিশনারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে আওয়ামী লীগ নেতা বিপ্লবের মরদেহ উদ্ধার করে । রোববার সকালে তার বোন শাশ্বতী বিপ্লব পুলিশের কাছে তার পরিচয় নিশ্চিত করেন। বিপ্লব নেত্রকোনার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের লোকজন থাকতেন ঢাকার মোহাম্মদপুরে। কেরানীগঞ্জ এলাকায় একটি কৃষি খামারের মালিক ছিলেন তিনি।
মাহফুজা ১৩-১১