১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ফরিদপুরে শুরু হয়েছে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

    মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ সকাল ৬টা থেকে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টার ধর্মঘট চলছে। জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।

    আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মিনিবাসের পাশাপাশি বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) বাস চলাচলও বন্ধ আছে।

    বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে করা হয় শহরে মাইকিং । সেখানে বলা হয়, ‘মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুরে বাস ও মিনিবাস বন্ধ থাকবে।

    ফরিদপুর বিআরটিসি বাস পরিবহনের সহকারী পরিচালক মামুন হাসান বলেন, শুক্র ও শনিবার ফরিদপুর থেকে সব পথে বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকবে। তিনি জানান বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি-হুইলার বন্ধের জন্য ৩৮ ঘণ্টার ধর্মঘট আহ্বান করেছে এবং  এ দাবির প্রতি সংহতি প্রকাশ করে আমরাও বাস চলাচল বন্ধ  রেখেছি। শুক্র ও শনিবার বাস কাউন্টারও বন্ধ থাকবে।

    তবে বিএনপি নেতাদের অভিযোগ, ১২ নভেম্বর  ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে ব্যাঘাত ঘটাতেই ধর্মঘট ডাকা হয়েছে।

    মাহফুজা ১১/১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর