বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের ।
আগে তাকে আদালতে হাজির করে রামপুরা থানার পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ গোলাম মউলা সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে কোনো আইনজীবী বুশরার পক্ষে ছিলেন না।
‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারদিনের বাবা জানান ৪ নভেম্বর বাসা থেকে বের হওয়ার পর ওইদিন বিকেল থেকে রাত পর্যন্ত ফারদিন বুশরার সঙ্গে সময় কাটান। ফারদিন নিখোঁজ ও মৃত্যুতে বুশরার ইন্ধন আছে বলেও উল্লেখ করেন ফারদিনের বাবা। তিনি এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান ও দোষীদের শাস্তি দাবী করেন ।
৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদি হয়ে রামপুরা থানায় মামলা করেন। মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৭ নভেম্বর রাতে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ময়নাতদন্তের পর চিকিৎসক জানান তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে ।
মাহফুজা ১০-১১