১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বুয়েট ছাত্র ফারদিনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলায় ১২ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ

    বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আদালত ১২ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ।

    বৃহস্পতিবার মামলার এজাহার আদালতে আসে এবং  ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তা গ্রহণ করেন। আদালত রামপুরা থানার পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ গোলাম মউলাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ।

    আজ ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।

    ৯ নভেম্বর রাতে ফারদিন হত্যার ঘটনায় তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন।  মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত কয়েকজনকে করা হয় আসামি।

    ৭ নভেম্বর রাতে নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ময়নাতদন্তের পর চিকিৎসক জানান ফারদিনের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

    মাহফুজা ১০-১১

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর