২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    লালমনিরহাটেরর আদিতমারী সীমান্তে বিএসএফ গুলিতে নিহত ২

    লালমনিরহাটেরর আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর -বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি যুবক মারা গেছেন। বুধবার ভোরে ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক  ও একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে ওয়াচকুরুনী।

    ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীর রাতে কয়েকজন যুবক মহিষতুলি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। সীমান্তের ৯২১ মেইন  পিলারের অধীন ৬নং নম্বর সাব–পিলার এলাকায় পৌঁছালে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের সিতাই থানার কৈমারি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে  গুলি ছোঁড়ে। ভারতের ভেতরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান আয়নাল ও ওয়াচকুরুনী এবং পরে তাদের সঙ্গীরা দুজনের মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    লালমনিরহাট ১৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে গরু নিয়ে আসার সময় বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি মারা যান । এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো  হয়এবং  ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

    মাহফুজা ৯-১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর