২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতের রাজস্থানের এক স্কুল শিক্ষিকা লিঙ্গ পরিবর্তন করে বিয়ে করলেন এক ছাত্রীকে

    ভারতের রাজস্থানের এক স্কুল শিক্ষিকা লিঙ্গ পরিবর্তন করে বিয়ে করলেন  এক ছাত্রীকে । ভারতপুরের শারীরিক শিক্ষার শিক্ষিকা মীরা এখন লিঙ্গ পাল্টে হয়েছেন আরভ কুন্তাল। রোববার  তিনি বিয়ে করেছেন তার ছাত্রী কল্পনা ফৌজদারকে।

    এনডিটিভির খবর জানায় , ভারতপুরের একটি স্কুলে কাবাডি শেখাতেন মীরা এবং তারই ছাত্রী ছিলেন কল্পনা। ২০১৬ থেকে দুজনের বন্ধুত্ব শুরু এবং ২০১৮ সালে  কল্পনাকে প্রেমের প্রস্তাব দেন মীরা। কল্পনাও সে প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। কিন্তু তারা পরিবারের কথা ভেবে কিছুটা পিছিয়ে যাচ্ছিলেন । পরে মীরা সিদ্ধান্ত নেন, তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করবেন এবং ২০১৯ সাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়। ২০২১ সালের শেষ সার্জারিাট হয় মীরার। অবশেষে গেল  রোববার বিয়ে করেন তারা।

    মীরা ওরফে আরভ জানান, প্রথম থেকেই মানসিকভাবে নিজেকে পুরুষ বলেই মনে করতেন তিনি তাই এই সার্জারি করাতে তার কোনো অসুবিধা হয়নি। কল্পনা জানান, সার্জারি না করালেও মীরাকেই বিয়ে করতেন । এমনকি অস্ত্রোপচারের সময়েও তিনি মীরার পাশে ছিলেন।

    মাহফুজা ৯-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর