ঢাকাই চলচ্চিত্রের নায়ক সোহেল রানার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক ভিডিও বার্তায় এই অভিযোগ করেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
গেল মাসের শেষে এভারকেয়ার হাসপাতালে সোহেল রানার চোখের ছানি অপারেশন করা হয়। ৩০ অক্টোবর জটিলতা দেখা দিলে ফের অস্ত্রোপচারের জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার রাতে মাশরুর সিঙ্গাপুর থেকে ফেসবুকে এক ভিডিও পোস্ট করে এভার কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেন । এ ভিডিও বার্তায় মাশরুর বলেন—‘ঢাকার এভারকেয়ার হাসপাতালে বাবার চোখের ছানির সমস্যার জন্য চিকিৎসা করানো হয়েছিল। কিন্তু তারা ভুল চিকিৎসা করেছে।’
সিঙ্গাপুরে সোহেল রানার অস্ত্রোপচার করার পরিকল্পনা করেন তার পরিবার। এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের জোর করায় তাদের হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর বাবার অবস্থার অবনতি হলে সিঙ্গাপুরে নিয়ে আসি। এখানকার ডাক্তার বাবাকে দেখে জানান অপারেশন জরুরি ছিল না।’’
সোমবার দুপুরে হাসপাতালে সোহেল রানা কয়েক মিনিটের জন্য জ্ঞান হারান। এ সম্পর্কে মাশরুর পারভেজ বলেন, ‘আগে বাবা সুস্থ হোক। তারপর দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে হাসপাতালের বিরুদ্ধে আমি লড়ব।’
প্রতি বছর একবার করে সিঙ্গাপুরে সোহেল রানার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। আগামী বছরের মার্চে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা ছিল।
এভারকেয়ার হাসপাতালের জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা বলেন—‘সোহেল রানার চোখের অস্ত্রোপচার নিয়ে কোনো অভিযোগের তথ্য আমাদের কাছে নেই এবং বিষয়টি আমরা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’
মাহফুজা ৮-১১