সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের সংগীতশিল্পী পলক মুচ্ছল ও মিঠুন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে এই সুখবর দেন ।
মিঠুন ও পলক ‘আজ আমরা দু’জন চিরদিনের জন্য এক হয়ে গেলাম। চিরদিনের জন্য পথ চলা শুরু হলো’, এ কথা লিখেই বিয়ের ছবি আপলোড করেন । নবদম্পতি লাল লেহেঙ্গা ও ম্যাচিং শেরওয়ানিতে সেজেছিলেন ।
ভারতীয় গণমাধ্যম জানায় এই বিয়ে লাভ ম্যারেজ নয়। দুই পরিবারের পক্ষ থেকেই এই বিয়ে ঠিক করা হয় । পলক ও মিঠুনের বাড়ির লোকের মধ্যে আগে থেকে চেনা পরিচিতি ছিল এবং সে সুবাদেই এই বিয়ের পরিকল্পনা।
নবদম্পতিকে শুভেচ্ছা জানান নীতি মোহন, তুলসী কুমার, আরমান মালিক, দিব্যা খোসলা কুমারের মতো তারকারা।
২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি ২’ এবং সেই ছবি থেকে সুরেলা এই জুটির যাত্রা শুরু। পলক সে ছবিতেই প্রথমবার মিঠুনের সংগীত পরিচালনায় গান গেয়েছিলেন । ‘মেরি আশিকি’ এবং ‘চাহু ম্যায় ইয়া না’, দু’টি গানই বেশ জনপ্রিয় হয়।
এরপর অনেকদিন মিঠুনের সংগীত পরিচালনায় কাজ করেননি পলক। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ট্রাফিক’ সিনেমায় সংগীত পরিচালক ও গায়িকার যুগলবন্দি দেখা যায়। পলক মিঠুনের সুরে দু’টি গানে কণ্ঠ দেন।
মাহফুজা ৭-১১