২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুয়েটের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফারদিন নূর  নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের  এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বনানীঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় মরদেহটি ।

    নিহত ফারদিন নূর নারায়ণগঞ্জের দেউলপাড়া কুতুবপুরের নয়ামাটি এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। তারা বর্তমানে  ডেমরার শান্তিবাগ কোনাপাড়া এলাকায় বসবাস করেন। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন পরশ।

    সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, বিকেলের দিকে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভাসতে দেখে নারায়ণগঞ্জ নৌ-পুলিশকে জানানো  হয়। পরে নৌ-পুলিশ নদী থেকে মরদেহউদ্ধার করে  আইনি ব্যবস্থা নিতে নিয়ে যায়  ওই মরদেহের পরিচয় পাওয়া যায়।সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আরও বলেন, পরশ  ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ৫ নভেম্বর তার বাবা কাজী নুরুদ্দিন রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

    নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর  কারণ জানা যাবে।

    মাহফুজা ৭-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর