বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের হওয়া দুই মামলায় জামিনের মেয়াদ বেড়েছে। তিনি মামলা শেষ না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন। আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের বেঞ্চ ।
বিষয়টি নিশ্চিত করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
গেল বছরের ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ তার জামিন এক বছর বাড়ান।
২০১৫ সালের ২১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে। এই অভিযোগে একই বছর আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানি মামলা করেন। জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকায় আরেকটি মানহানি মামলা করেন ।
এই দুই মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দেন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের জামিনের আবেদন করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয় খালেদা জিয়াকে। সরকারের নির্বাহী আদেশে বর্তমানে কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় অবস্থান করছেন তিনি।
মাহফুজা ৭-১১