২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    সারা দেশে হাসপাতালে ভর্তি ৯০৮; ডেঙ্গুতে মারা গেলেন ৩ জন

    ২৪ ঘণ্টায় দেশে  হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৮ জন ডেঙ্গু রোগী । এ নিয়ে সারা দেশে হাসপাতালে ৩ হাজার ৩২৬ জনে  ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো । স্বাস্থ্য অধিদপ্তর জানায়  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জন মারা গেছেন।  এ নিয়ে এ বছরে ডেঙ্গুতে ১৭০ জন মারা গেলেন ।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯০৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৪৭৬ জন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরের ৪৩২ জন। ৩ হাজার ৩৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন  মোট ৪৩ হাজার ১০৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৯ হাজার ৫৬৯ জন।

    ২০২১ সা‌লে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং সেসময় ডেঙ্গুতে ১০৫ জন মারা যান।

    মাহফুজা ৬-১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর