ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪ জন। এ সময় আহত হন ১৫ জন।
রোবরার ভোর পৌনে ৪টায় উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেরিনা আক্তার , জুনায়েদ শেখ , হুমায়ুন কবির ও আব্দুর রউফ হাওলাদার ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে দুজন মারা যান । অন্য দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে মারা যান তারা । দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং মামলা করা হয়েছে।
মাহফুজা ৬-১১