৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    আজ বরিশালে বিএনপির সমাবেশ ; স্লোগানে মুখর বঙ্গবন্ধু উদ্যান

    আজ বরিশালে বিএনপির সমাবেশ হবে।গণপরিবহন শুক্রবার থেকেই বন্ধ রয়েছে। তবে বুধবার থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন । শুক্রবার যারা এসেছেন, তাদের মধ্যে কেউ সাইকেলে, কেউ মোটরসাইকেলে, কেউ আবার হেঁটেও এসেছেন।

    বিএনপি নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর রাখছেন বঙ্গবন্ধু উদ্যান। ব‌রিশাল বিএন‌পির বিভাগীয় সমাবেশের মঞ্চ প্রস্তুত ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল হোসেন লিম‌ন বলেন, ৫০ ফুট দৈর্ঘ‌্য ও ২৫ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে। ব‌্যানার লাগানো শেষ হয়েছে এবং  সমাবেশস্থল সহ আশেপাশে ১২০‌টি মাইক লাগানো হয়েছে।

    বিএনপির নেতাকর্মীরা  শুক্রবার দুপুরে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে জুমার নামাজ আদায় করেন । বরিশালের বন্ধ রয়েছে সব খাবারের দোকান । মাঠের একদিকে চলছে রান্নার আয়োজন। রাতে খোলা আকাশের নিচে অবস্থান নেন বিএন‌পির নেতাকর্মীরা এবং  সমাবেশস্থলেই রা‌ত্রিযাপন করেন । শ‌নিবার সমাবেশ উপলক্ষে শুক্রবার রাতের ম‌ধ্যেই প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

    মাহফুজা ৫-১১

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর