জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী । বৃহস্পতিবার জয়া নতুন ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। প্রশংসিত হচ্ছে ছবিগুলো। কমলা রঙের শীতের হাল ফ্যাশনে জয়া ধরা দিয়েছেন বোল্ড লুকে।
এ ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। জয়ার ভক্ত ও অনুরাগী ছবি দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কারও মন্তব্য ইতিবাচক কারোটা নেতিবাচক তারকাকে ভক্তরা ভালোবাসায় যেমন ভরিয়ে দিচ্ছেন তেমনি প্রশ্ন ছুড়ে দিয়েছে অনেকে।
একজন মন্তব্য করেন, ‘কিভাবে তারুণ্য ধরে রাখেন? আপনার এই ছবি তো কপালে তুলে দিল আমার চোখ। আরেকজন লিখেছেন, ‘আপনার এই সৌন্দর্যের তুলনা হয় না এবং দেখলেই মনে হয় আপনি তরুণ।’
কিছুদিন আগেই টাইমস অব ইন্ডিয়ার কাছে জয়া আহসান বলেন ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না এবং এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’
নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায় বছর ছয়েক আগে জয়া আহসান অভিনয় করেন । শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
মাহফুজা ৪-১১