বলিউডের অভিনেতা অক্ষয় কুমার মারাঠি ভাষার ‘বীর ডৌডল সাত’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি।
সিনেমাটি মারাঠি সাম্রাজের শাসক ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে তৈরি হচ্ছে এবং শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। বুধবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা-নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। পিংকভিলা এ খবর নিশ্চিত করে।
অক্ষয় কুমার শিবাজি মহারাজের মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি । তিনি বলেন এরকম একটি চরিত্রে অভিনয় করতে পারা খুব সম্মানের এবং এমন চরিত্র রূপায়ন করতে গেলে অনেক বড় দায়িত্ব কাঁধে পড়ে। আমার স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে এবং আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
মহেশ মাঞ্জেরেকরেও বলেন, ‘দীর্ঘ ৭ বছর ধরে এই সিনেমা নিয়ে গবেষণার কাজ করেছি এবং শিবাজি মহারাজের বীরত্বের কথা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। জেনে বুঝে সবকিছু ঠিক করে সিনেমাটির কাজে হাত দিয়েছি। বহু দিনের স্বপ্ন শিবাজি মহারাজকে নিয়ে সিনেমা বানানোর এবং অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।’
মহেশ মাঞ্জেরেকর বলেন, ‘হিন্দু রাজার চরিত্রে অভিনয়ের জন্য অক্ষয় কুমারের চেয়ে ভালো আর কেউ নেই এবং এই চরিত্রের জন্য অক্ষয় উপযুক্ত। ’
নির্মাতারা ২০২৩ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন। এটি মারাঠি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ।
মাহফুজা ৩-১১