৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    পেসার আল আমিন হোসেন স্ত্রীর দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেলেন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন ।

    মঙ্গলবার তার জামিন মঞ্জুর করেন ঢাকার ৮ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত ।

    আল আমিন গেল ৫ সেপ্টেম্বর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন।  পরের দিন হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

    আট সপ্তাহ পরে তাকে বিচারিক আদালতে আত্মসর্মপণ করতে বলা হয়। আল-আমিন আজ হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারিক আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন । শুনানি শেষে তার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত।

    ১ সেপ্টেম্বর ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানা ২ সেপ্টেম্বর তা মামলা আকারে নথিভুক্ত করে ।

    মাহফুজা ১-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর