২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    গুজরাটে ঝুলন্ত ব্রিজ ভেঙে ১৪১ জনের প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের গুজরাটে মাচ্চু নদীর ঝুলন্ত ব্রিজ ভেঙে নারী ও শিশুসহ ১৪১ জনের  প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন । বাসস খবরটি নিশ্চিত করে।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিত এক শোক বার্তায় তিনি লিখেন , বাংলাদেশ সরকারের পক্ষে এবং আমি নিজে এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় ভারতের সরকার ও জনগণের নিকট গভীর শোক প্রকাশ করছি।’

    প্রধানমন্ত্রীর প্রেস উইং জানান, শেখ হাসিনা আরও বলেন, ‘ঘটনার সাথে সাথে ভারত সরকারের গৃহীত উদ্ধার কার্যক্রমের প্রশংসা করি।’

    নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন শেখ হাসিনা।  একইসঙ্গে তিনি বলেন, শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি যোগাবে।

    শেখ হাসিনা পুর্নব্যক্ত করেন, এই কঠিন সময়ে আমরা ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

    মাহফুজা ১-১১

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর