২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ১০ ডিসেম্বরের পর লালকার্ড দেখানো হবে বিএনপিকে- আ ক ম মোজাম্মেল হক

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানালেন ১০ ডিসেম্বরের পর লালকার্ড দেখানো হবে বিএনপিকে ।  সোমবার  বিকেলে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন, ১০ ডিসেম্বরের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। কারা সরকার গঠন করবে এবং  ১১ ডিসেম্বর থেকে রাষ্ট্র কে চালাবে, সেটা পরিষ্কার করেন।’  তিনি বলেন, ‘আওয়ামী লীগ চালাবে না ভালো কথা, তাহলে কে চালাবে। আপনারা কী ভোটে পাস করেছেন? সংবিধানের কোন নিয়মানুসারে ক্ষমতায় আসবেন এবং ১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চান কি না, তা পরিষ্কার করেন।’

    সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ , যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাকিয়া পারভীন ।

    মাহফুজা ৩১-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর