৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ইমরান খানের ডাকা লংমার্চ এর খবর সংগ্রহ করতে গিয়ে সাদাফ নাইম নামের এক নারী সাংবাদিক নিহত

    ইমরান খানের ডাকা লংমার্চ এর খবর সংগ্রহ করতে গিয়ে এক নারী সাংবাদিক মারা গেছেন । জানা গেছে, ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন। খবরটি জানায়  রয়টার্স।

    নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম। তিনি চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন।

    আগাম নির্বাচনের দাবিতে এই লংমার্চ করছে ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ -পিটিআই।পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত এই লংমার্চ শুরু করে  পিটিআই। শুক্রবার এই লংমার্চ শুরু হয় এবং  রোববার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লংমার্চ স্থগিত করা হয়।

    ঘটনার পর এক টুইট বার্তায় ইমরান বলেন, ‘লং মার্চ চলাকালে দুর্ঘটনায় সাংবাদিক সাদাফ নাঈমের মৃত্যুর ঘটনা বেদনাদায়ক। আমাদের মিছিল চলাকালে ভয়ানক এক দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নাইমের মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত’।

    লাহোরের লিবার্টি চকে যোগ দিয়ে ইমরান খান বলেন, এই লং মার্চ রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থে নয়, দেশকে মুক্ত করার জন্য।

    কয়েক দিন আগে আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত তার সমর্থকদের নিয়ে মিছিল বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

    মাহফুজা ৩১-১০

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর