১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ২০২৩ সালের জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চলবে

    আগামী বছরের জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে। ২০২৩ সালের জানুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে এ নিয়ম।

    রোববার প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

    তিনি বলেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি এবং আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করতে পারবো। গণশিক্ষা সচিব জানান  সারাদেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে । তিনি জানান , ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে। আমিনুল ইসলাম বলেন, এক শিফটে হলে তিন ঘণ্টার জায়গায় প্রায় পাঁচ ঘণ্টা পড়ানো যাবে।

    সচিব জানান দেশে প্রায় ৬৫ হাজার ৬০০টির মতো স্কুল রয়েছে এবং এর মধ্যে এখনো ১০ হাজার ৯১৫টি স্কুলে দুই শিফটে পাঠদান কার্যক্রম চালু আছে। তিনি আরও বলেন, তিন হাজার ৩৩৭টি স্কুলে শিক্ষক সংখ্যা বেশি। অনেক বিদ্যালয়ে দুই শিফটে পরিচালিত হয়, কিন্তু শিক্ষার্থী সংখ্যা কম সেগুলোর সংখ্যা ১৩ হাজার ৮০৯টি।

    মাহফুজা ৩০-১০

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর