১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    জঙ্গিবাদ দমনে সফলতা আসলেও সামনে এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

    যুবসমাজকে মাদকের কুফল, ইভটিজিং এমনকি কিশোর গ্যাং এর মতো অপরাধ পুলিশের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ করার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।তিনি আরো বলেন, জঙ্গিবাদ দমনে সফলতা আসলেও আমাদের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

    শনিবার  দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী আরও বলেন, জনগণ পাশে থাকলে সব কিছু মোকাবিলা করা যায়। জঙ্গি দমনে আমরা সফলতা পেয়েছি। পুলিশের পাশাপাশি জনগণ এগিয়ে আসায় তা রোধ করা গেছে। যুব সমাজকে ইভটিজিং, মাদকের কুফল থেকে রক্ষা করতে হবে। বর্তমানে  কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে তা উচ্ছেদ করতে হবে।

    তিনি আরও বলেন, দুর্বার গতিতে দেশ চলছে এবং কমিউনিটি পুলিশও অনেক এগিয়েছে। সাবেক আইজিপি শহীদুল হক এর হাত ধরে এর যাত্রা শুরু হয় এবং বিট পুলিশিং শুরু করেন সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ।  পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অপরাধ দমন করা অনেকাংশে সম্ভব হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    মাহফুজা ২৯-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর