সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের বিয়ে হয়ে গেল আজ । সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন প্রীতম হাসান।
প্রীতম হাসান বিয়ের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন । আজ সন্ধ্যা ৬টা দিকে প্রীতম তার ফেসবুকে এই ছবি পোস্ট করেন। ছবি পোস্ট করে প্রীতম ইংরেজিতে ক্যাপশরন লিখেন শেহতাজের সঙ্গে বিয়ের আনুষ্ঠনিক ছবি এবং আরও ছবি শিগগিরই আপলোড হচ্ছে।
২৭ অক্টোবর প্রীতম ও শেহতাজের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এ অনুষ্ঠানের কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল।
সুনেরাহর প্রকাশিত একটি ছবিতে শেহতাজের মেহেদি রাঙা হাতে প্রীতমের নাম লেখা দেখা যায়। সুনেরাহ আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন । প্রীতমকে অন্য একটি ছবিতে হলুদ পাঞ্জাবিতে দেখা যায়।
পাঁচ বছর আগে প্রীতমের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে শেহতাজ মডেল হন । এ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, তারপর প্রেমের সম্পর্কে জড়ান এই জুটি। অবশেষে সেই সম্পর্ক বিয়েতে রুপ নিলো।
মাহফুজা ২৮-১০