৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    সংক্রমণ বাড়ায় উহানের আট লাখ বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ

    চীনের  উহানে  সংক্রমণ বাড়ায় আবার  লকডাউন ঘোষণা করা হয়েছে। উহানের আট লাখের বেশি বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ।

    উহানে এ  সপ্তাহে প্রতিদিন গড়ে ২৫ জনের নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। গেল  দুই সপ্তাহে শহরটিতে দুই শতাধিক সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। গেল তিন দিন ধরে উহানসহ বেশ কয়েকটি শহরে দৈনিক সংক্রমণ এক হাজারেরও উপরে রেকর্ড করা হয়।

    ঝেংঝোতেও লকডাউন ঘোষণা করা হয়েছে। শহরটিতে লকডাউন দেয়ায়  আইফোন ১৪ উৎপাদন ব্যাহতের আশঙ্কা দেখা দিয়েছে। ২৪ অক্টোবর পর্যন্ত সারা দেশের প্রায় ২৮ টি শহরে আংশিক লকডাউন কার্যকর হয়েছে।

    চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, বেইজিংয়ের শূন্য কোভিড নীতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এবং  এটি করোনার সংক্রমণের বিরুদ্ধে জনযুদ্ধ।

    চীনের জিডিপির প্রায় এক চতুর্থাংশ যে অঞ্চলগুলো থেকে আসে সেসব এলাকার প্রায় ২০ কোটি ৭০ লাখ মানুষের ওপর প্রভাব পড়েছে। বিশ্বে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়২০১৯ সালের শেষের দিকে । পরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সংক্রমণ নিয়ন্ত্রণে উহানে দীর্ঘ দিন লকডাউন আরোপ করেছিল চীনা কর্তৃপক্ষ।

    মাহফুজা ২৮-১০

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর