১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোশাররফ হোসেনকে গ্রেপ্তার

    পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি ১০ বছর ধরে পলাতক ছিলেন।

    সোমবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, রোববার রাতে গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহকে ।

    র‌্যাব জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর  ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে একদল দুর্বৃত্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে । এ ঘটনায় মামলা দায়ের হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ২১ জনকে অভিযুক্ত করেন দাখিল করে অভিযোগপত্র ।

    ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিচারিক কার্যক্রম শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪  মামলায় ২১ আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত‌্যাকাণ্ডের পর থেকে মোশাররফ  পলাতক ছিলেন। ২০১৭ সালে মোশাররফের  যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট।

    মাহফুজা ১৭-৯

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর