মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় মারা গেছেন ১২ জন । শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায় হামলায় নিহতদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ। এসময় আহত হন ৩ জন।
আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা হামলাকারীকে খুঁজছে। কি কারণে এ হামলা তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।
গত ২১ সেপ্টেম্বর তারিমোরোতে বন্দুকধারীর হামলায় আরও ১০ জন নিহত হন। এই শহরটি ইরাপোয়াতো থেকে ৬০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।
দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ২০১৮ সালে ক্ষমতা নেয়ার পর বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিলেও রক্ষা করতে হিমশিম খাচ্ছে তার সরকার।
মাহফুজা ১৬-১০