২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ময়মনসিংহে শুরু হয়েছে বিএনপির সমাবেশ

    ময়মনসিংহ পলিটেকনিক ইনিস্টিটিউট মাঠে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ।

    শনিবার দুপুর ২টায় স্থানীয় পর্যায়ের নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় সমাবেশ । এর আগে মঞ্চে উপস্থিত হন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

    বিএনপি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় গণসমাবেশের ডাক দেয় ।আজকের এই সমাবেশে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েক লাখ নেতা-কর্মী অংশ নিয়েছেন বলে জানান  বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ।

    শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ  বলেন, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই নিরাপত্তার স্বার্থে মহাখালী মালিক সমিতির নির্দেশনায় শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের যেসব বাস ময়মনসিংহ হয়ে যাতায়াত করে তা বন্ধ রাখা হয়েছে।

    মাহফুজা ১৫-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর